মিরর ডেস্ক : যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে দেশটির আইওয়া অঙ্গরাজ্যে বড় ব্যবধানে জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জয়ের মাধ্যেমে ট্রাম্পের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা আরও দৃঢ় হলো। একই সঙ্গে টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোয়ন লাভের দিকেও এগিয়ে রইলেন তিনি।
আইওয়া ককাসে জয়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘বিশ্বের সমস্যাগুলো’ গুছিয়ে আনার চেষ্টা করা হবে।’
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হলো আইওয়া রাজ্য থেকে। বিবিসি বলছে, মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে রিপাবলিকান ভোটাররা ভোটকেন্দ্রে আসেন।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ককাসে পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, আইওয়ায় ৪৮ শতাংশ ভোটারের প্রথম পছন্দের প্রার্থী হচ্ছেন ট্রাম্প।
অনেকেই মনে করেছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে একাধিক দেওয়ানী এবং ফৌজদারি মামলা চলমান থাকায় তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। কিন্তু আইওয়াতে তার বিপুল জয় সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছে।