একটা সময় ছিল যখন জ্ঞানীগুণীরাও চাষবাসের মতো কায়িকশ্রম করতেন, ছোট-খাট পেশার সঙ্গে যুক্ত হতেন। কিন্তু বর্তমানে শিক্ষিত কোনো ব্যক্তি তথাকথিত ছোট চাকরি করলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। তবে এখনো ব্যতিক্রম দেখা যায়।
ভারতের পাঞ্জাবে সন্দীপ সিং নামের এক ব্যক্তি ভ্যানে করে রাস্তায় রাস্তায় সবজি বিক্রি করেন। অথচ তার চারটি স্নাতকোত্তর ডিগ্রি ও একটি পিএইচডি ডিগ্রি রয়েছে।
৩৯ বছর বয়সী সন্দীপ সিং পাতিয়ালার পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ে একজন চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে চাকরি করতেন। একটা পর্যায়ে তাঁকে সেই চাকরি ছেড়ে দিয়ে অর্থ উপার্জনের জন্য শাকসবজির ভ্যান নিয়ে রাস্তায় নামতে হয়।
ড. সন্দীপ সিংয়ের অভিযোগ, পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় আমাকে নিয়মিত বেতন দিত না। এ ছাড়া বেতনও কাটত। তাই বেতনের টাকা দিয়ে জীবনধারন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। শেষে বেঁচে থাকার জন্য শাকসবজি বিক্রি করতে শুরু করি। সৌভাগ্যের বিষয়, আমার পাশে আমার পরিবার রয়েছে। তারা সবাই বিষয়টিকে সহজভাবে নিয়েছে।
প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি ঘুরে সবজি বিক্রি করেন বলে জানান ড. সন্দীপ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে যত টাকা আয় করতাম, এখন সবজি বিক্রি করে তার চেয়ে বেশি আয় করি। সারাদিন সবজি বিক্রি করে রাতে বাসায় ফিরে পড়াশোনা করি।
সূত্র : এনডিটিভি