৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলা, নিহত ১০ পুলিশ

মিরর ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে প্রদেশটির দেরা ইসমাইল খান জেলার পুলিশ স্টেশনে এ হামলা চালানো হয়। খবর জিও নিউজের।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টার দিকে তেহসিল ডারাবানে ভারি অস্ত্র নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা গ্রেনেড ও ভারি অস্ত্রে গুলি করতে করতে পুলিশ স্টেশন চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। উভয় পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পর সন্ত্রাসীরা রাতের আধারে পালিয়ে যায়।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ওই এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ বাহিনী। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে বড় আকারে তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ লাইনে নিহতদের জানাজা হবে বলেও জানা গেছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ৮, ২০২৫
temperature icon 20°C
clear sky
Humidity 22 %
Pressure 1012 mb
Wind 6 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:45
Sunset Sunset: 17:53

⠀আরও দেখুন

Scroll to Top