পাকিস্তানের পার্লামেন্ট ৩ মার্চ, রোববার শাহবাজ শরিফকে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনের ৩ সপ্তাহ পরে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন তিনি।
৭২ বছর বয়সী শাহবাজ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট।
শাহবাজ শরিফ রবিবার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে সংসদ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ২০১ ভোট পেয়েছেন। তিনি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ভোটের চেয়েও ৩২ ভোট বেশি পেয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির ওমর আইয়ুব খান। তিনি মাত্র ৯২ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, পাকিস্তানের পার্লামেন্টের ৩৩৬ আসনের মধ্যে একজন প্রার্থীকে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৬৯টি ভোটের প্রয়োজন হয়।
এদিকে শাহবাজ শরিফ ৪ মার্চ, সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
সূত্র: আনাদোলু এজেন্সি