মিরর ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ২০১ কিলোমিটার।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, লাহোরেও ভূমিকম্প আঘাত হেনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।