৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

দাবানলের কারণে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

মিরর ডেস্ক : বলিভিয়ার বনে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেছেন, এই ব্যবস্থার কারণে আন্তর্জাতিক অংশীদাররা দ্রুত ও আরও কার্যকরভাবে মানবিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে সক্ষম হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পরিবেশমন্ত্রী অ্যালান লিসপারগুয়ার জানিয়েছেন, বর্তমানে দেশটিতে ৭২ টি দাবানল সক্রিয় করেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সান্তা ক্রুজ শহরের পূর্বাঞ্চলের ৬৪টি দাবানল। এছাড়া দেশের উত্তর-মধ্য অংশের বেনিতে ছয়টি এবং পশ্চিমাঞ্চলীয় লা পেজ শহরে এবং উত্তরে পান্ডোতে একটি করে দাবানল জ্বলছে।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেছেন, এরই মধ্যে ব্রাজিলিয়ান বিশেষজ্ঞদের একটি দল অগ্নিনির্বাপণ প্রচেষ্টার সমন্বয় করতে সান ইগনাসিও ডি ভেলাস্কোতে পৌঁছেছে।

লিসপারগুয়ার আরও বলেছেন, দাবানল এখনও দেশের বড় অংশ জুড়ে জ্বলছে। তবে আমরা তাদের নিয়ন্ত্রণে আনতে সমস্ত ব্যবস্থাগুলো একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই দাবানলগুলো দেশটির প্রধান পরিবেশগত অঞ্চলগুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর মধ্যে রয়েছে নোয়েল কেম্পফ মারকাডো ন্যাশনাল পার্ক এবং সান ইগনাসিও ডি ভেলাস্কো এবং সান্তা ক্রুজের কনসেপসিয়নের সংরক্ষিত এলাকা।

দক্ষিণ আমেরিকায় জুলাই মাস থেকেই খরা ও গরম বাতাস বইতে থাকে, যা আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত চলে। ফলে অনাবৃষ্টির কারণে তীব্র খরা ও লু হাওয়ায় বনে জঙ্গলে আগুন ধরে যায়।

২০১০ সালের পর থেকেই সবচেয়ে বেশি সংখ্যক দাবানল জ্বলেছে বলিভিয়ায়। দাবানলে চলতি বছর অন্তত ৩ মিলিয়ন হেক্টর বন-জঙ্গল ও ফসলি জমি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
অক্টো ৮, ২০২৪
temperature icon 31°C
light rain
Humidity 64 %
Pressure 1012 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 8%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:00
Sunset Sunset: 17:45

⠀আরও দেখুন

Scroll to Top