১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

তুরস্কে পর্বতের চূড়ায় হোটেলে আগুন, নিহত ৬৬

মিরর ডেস্ক : তুরস্কের স্কি রিসোর্টের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৬ জন হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রিসোর্টের ১২ তলা গ্র্যান্ড কার্টাল হোটেলে স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। হোটেলটিতে অগ্নিকাণ্ডের সময় ২৩৪ জন অতিথি ছিলেন।

আগুনের খবরে দেশটির ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে মোতায়েন করা হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, কয়েকটি দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স আগুনে পোড়া ভবনের নিচে অবস্থান করছে।

হোটেলের আরেকজন অতিথি একোল টিভিকে বলেন, তিনি ও তার পরিবার আগুনের তাপে জেগে উঠেছিলেন। তারা আগুনের সতর্ক সংকেত শুনতে পাননি। পরে ধোঁয়ায় ঢেকে যাওয়া হোটেলের করিডোরে প্রবেশ করেন তারা। সেখান থেকে নিচের তলার জানালা দিয়ে তুষারের ওপর লাফ দেন তারা।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, বর্তমানে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পুড়ে যাওয়া হোটেলটি শীতল করার প্রচেষ্টা চলছে। হোটেলের পেছনের অংশটি ঢালে হওয়ায় আগুন নেভানোর চেষ্টা কেবল সামনে ও পাশের দিক থেকে চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে টেলিফোনে কল পাওয়ার প্রায় ৪৫ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন বলে জানিয়েছেন তিনি। হোটেলে অগ্নিকাণ্ডের এই ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

হোটেলের যে তলায় রেস্তোঁরা ছিল সে তলায় আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে কয়েকঘন্টার মধ্যেই তা একলাফে বেড়ে যায়।

আগুন থেকে বাঁচার জন্য লাফিয়ে পড়ার চেষ্টা করতে গিয়ে নিহত হন অন্তত দুইজন। বিবিসি জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ১২ ঘন্টা লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিকসহ গ্রেপ্তার হয়েছে ৪ জন। আইন মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৩, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 47 %
Pressure 1011 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:57

⠀আরও দেখুন

Scroll to Top