আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। মূলত ডলারের দাম কমায় সোনার দামে সামান্য পতন হয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় সেফ হ্যাভেনে চাহিদা বেড়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক এক শতাংশ বেড়ে দুই হাজার ২৬ দশমিক ২০ ডলার হয়েছে। মার্কিন গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে দুই হাজার ৩৬ দশমিক ১০ ডলার হয়েছে।
কোয়ান্টিটেটিভ কমোডিটি রিসার্চ বিশ্লেষক পিটার ফার্টিগ বলেন, এই সপ্তাহে মার্কিন ডলারের সূচক কিছুটা কমেছে। এটি সোনার মূল্য সামান্য বাড়ার অন্যতম কারণ।
গত দুই মাসের মধ্যে ডলারের দাম নিম্নমুখী। ফলে সোনা কেনার ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের কম খরচ করতে হচ্ছে।
অন্যদিকে জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অন্তত আরও দুই মাসের মধ্যে কমাবে না এমন ইঙ্গিত মেলায় তেলের দাম কমেছে।
শুক্রবার বিকালের দিকে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৫ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮২ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমকি ৩৫ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ কমে ৭৭ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স