২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

জাপানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মিরর ডেস্ক : জাপানের শিকোকু দ্বীপের পশ্চিম উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১৪ মিনিটে এহিম এবং কোচি প্রিফেকচারের কিছু অংশে এ ভূকম্পন অনুভূত হয়।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উপকেন্দ্রটি এহিম প্রিফেকচার থেকে বুঙ্গো চ্যানেলের ৫০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল, যা সরাসরি কিউশু এবং শিকোকু দ্বীপগুলোকে আলাদা করেছে।

এদিকে, এ ভূমিকম্প থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

এছাড়া শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 22°C
overcast clouds
Humidity 68 %
Pressure 1015 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 11 mph
Clouds Clouds: 91%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top