মিরর ডেস্ক : ইসরায়েলের রা’আনানা শহরে গাড়ি হাইজ্যাক করে ছুরি হামলা চালিয়েছেন দুই ফিলিস্তিনি। এতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন এবং আরও ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজন শিশু ও কিশোর। সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল ও রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এদিন পশ্চিম তীরের দুই ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলে তিনটি গাড়ি হাইজ্যাক করে এবং পথচারীদের ওপর হামলা চালায়। সন্দেহভাজনদের নাম আহমেদ (২৫) ও মাহমুদ (৪৪)। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মতে, অতীতে অবৈধভাবে তাদের দেশে প্রবেশ করায় উভয়কে কালো তালিকাভুক্ত করা হয়েছিল।
এ বিষয়ে ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তা আভি বিটন বলেন, অভিযুক্তরা আত্মীয়। তারা পশ্চিম তীরের হেবরনের বাসিন্দা। তারা অবৈধভাবে ইসরায়েলে অবস্থান করছিল। উভয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।