১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

গাজায় বেসামরিকরা মরছে, বিশ্ব এক পাশে দাঁড়িয়ে আছে: গুতেরেস

মিরর ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজায় যখন বোমাবর্ষণ করে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে, তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে তখন বিশ্ব একপাশে দাঁড়িয়ে আছে। বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি এ কথা বলেছেন।

আবারও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আবেদন জানিয়ে গুতেরেস বলেছেন, গাজার যুদ্ধরত পক্ষগুলি স্পষ্টতই ‘আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে’, যার ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটি বন্ধ করতে খুব কমই কাজ করেছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিশ্ব এক পাশে দাঁড়িয়ে আছে, যখন বোমাবর্ষণে বেসামরিক নাগরিক, যাদের বেশিরভাগই নারী ও শিশু নিহত হচ্ছে, পঙ্গু হচ্ছে, তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে এবং তারা মানবিক সহায়তার প্রবেশাধিকার থেকে বঞ্চিত।’

তিনি  বলেন, ‘আমি গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের টেকসই শান্তির দিকে নিয়ে যায় সেই দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রক্রিয়ার জন্য আমার আহ্বানের পুনরাবৃত্তি করছি।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৯, ২০২৫
temperature icon 26°C
clear sky
Humidity 23 %
Pressure 1009 mb
Wind 7 mph
Wind Gust Wind Gust: 8 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:37
Sunset Sunset: 18:01

⠀আরও দেখুন

Scroll to Top