১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

একমাস ধরে বঙ্গোপসাগরে নোঙ্গর করা চীনা গোয়েন্দা জাহাজ!

মিরর ডেস্ক : নয়াদিল্লির উদ্বেগের মধ্যেই ভারত মহাসাগরীয় অঞ্চলে বর্তমানে অন্তত তিনটি চীনা জরিপ ও গোয়েন্দা জাহাজ রয়েছে। এর মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন গোয়েন্দা জাহাজ ‘জিয়াং ইয়াং হং ১’ আন্দামান দ্বীপপুঞ্জের ৬০০ মাইল পশ্চিমে বঙ্গোপসাগরের মাঝখানে নোঙ্গর করা হয়েছে। অবশ্য জাহাজটি আন্তর্জাতিক জলসীমাতেই আছে।

উচ্চ ক্ষমতাসম্পন্ন চীনা গোয়েন্দা জাহাজটি ‘আন্ডারওয়াটার ভেহিকেল’ (ডুবোযান) পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সমুদ্রের তলদেশের ম্যাপিং এবং ভবিষ্যতে সাবমেরিন অপারেশনের জন্য সমুদ্রের তথ্য সংগ্রহ করতে মূলত এ ধরণের পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

জাহাজটি গত ৭ থেকে ৮ মার্চ রাতে বঙ্গোপসাগরে প্রবেশ করে। এটি ওই এলাকায় অবস্থান অব্যাহত রেখেছে।

বঙ্গোপসাগরে ছাড়াও আরেকটি চীনা জরিপ জাহাজ ‘জিয়াং ইয়াং হং ৩’ এখন রয়েছে মালদ্বীপ থেকে ৩৫০ মাইল দূরে। দীর্ঘ সমুদ্র পর্যবেক্ষণ ও হাইড্রোগ্রাফিক জরিপের জন্য মনুষ্যবিহীন সিস্টেম ব্যবহার করছে এই জাহাজটি। যদিও ভারতীয় নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় এই চীনা জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছে।

তৃতীয় গোয়েন্দা জাহাজ ‘দা ইয়াং হাও’ মরিশাসের পোর্ট লুইস থেকে ১২০০ মাইল দক্ষিণে অবস্থান করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আফ্রিকার পূর্ব প্রান্ত পর্যন্ত কোনো এক সমুদ্রপথের খোঁজ চালিয়ে যাচ্ছে চীন। এই নতুন জলপথ খুলে গেলে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্য বা পূর্ব আফ্রিকায় সহজেই পৌঁছে যাবে চীনা জাহাজ। এর ফলে ওই অঞ্চলগুলোতে আরও প্রভাব বিস্তার করতে পারবে তারা। এই অঞ্চলে বিমানবাহী রণতরীও পাঠাতে পারবে চীন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১২, ২০২৪
temperature icon 23°C
broken clouds
Humidity 40 %
Pressure 1012 mb
Wind 6 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 56%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:16

⠀আরও দেখুন

Scroll to Top