১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ইসরায়েলি আগ্রাসনে গাজায় একদিনে নিহত ৮৮

মিরর ডেস্ক : গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে বা গত ২৪ ঘণ্টায় ৮৮ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) হামাস পরিচালিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এই সংখ্যা জানিয়েছে। এর  ফলে গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ২৭২ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের চিত্র তুলে ধরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের পৃথক পৃথক হামলায় সারাদিনে ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩৫ জন।

ইসরায়েলি সেনাবাহিনী গাজায় আট ফিলিস্তিনি যোদ্ধা হত্যার দাবি করে বলেছে, গাজার খান ইউনিসে অভিযানের মাত্রা বাড়িয়েছে তারা।
বাহিনীটি আরও জানিয়েছে, গাজার খান ইউনিস শরণার্থী শিবিরের হামাদ সিটি কমপ্লেক্সে সাত ফিলিস্তিনি যোদ্ধা এবং দেইর আল বালাহ অঞ্চলে আরও একজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় গাজাজুড়ে কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। এদের মধ্যে চার শিশু রয়েছে।

এদিকে, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা বলেছে ইসরায়েল।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৫৯তম দিন। ৩১ হাজারের বেশি নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৭৩ হাজার ২৪ জন ফিলিস্তিনি। অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৫, ২০২৫
temperature icon 19°C
overcast clouds
Humidity 43 %
Pressure 1018 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 90%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:35

⠀আরও দেখুন

Scroll to Top