মিরর ডেস্ক : গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে বা গত ২৪ ঘণ্টায় ৮৮ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) হামাস পরিচালিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এই সংখ্যা জানিয়েছে। এর ফলে গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ২৭২ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের চিত্র তুলে ধরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের পৃথক পৃথক হামলায় সারাদিনে ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩৫ জন।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় গাজাজুড়ে কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। এদের মধ্যে চার শিশু রয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৫৯তম দিন। ৩১ হাজারের বেশি নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৭৩ হাজার ২৪ জন ফিলিস্তিনি। অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।