১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

৩ বছরের শিশুকে খতনার চেষ্টা কিশোরের, গোপনাঙ্গ কেটে গিয়ে মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নিজের কৌতূহল থেকে সাড়ে তিন বছরের এক শিশু খতনা দেওয়ার চেষ্টা করেছে এক কিশোর (১৭)। শিশুটির হাত, পা ও মুখ বেঁধে খতনা দেওয়ার চেষ্টা করে সে। এতে শিশুটির গোপনাঙ্গের অগ্রভাগ কাটা পড়ে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামের আদালতে দেওয়া জবানবন্দিতে এসব জানায় ওই কিশোর। আদালত তাকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

মারা যাওয়া শিশুটির নাম শিহাব শেখ। সে চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ফরহাদ শেখের ছেলে।

পরে সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজির পরও শিহাবকে না পেয়ে রাতে মাইকিং করেন স্থানীয়রা। রাতে ওই কিশোরের ঘর সংলগ্ন শৌচাগারের পাশ থেকে শিশু শিহাবের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে রাতেই পুলিশ ওই কিশোরকে আটক করে। এ ঘটনায় শিশু শিহাবের মা সুমি বেগম বাদী হয়ে চিতলমারী থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, হত্যার দায় স্বীকার করে ওই কিশোর আদালতে জবানবন্দি দিয়েছে। তাকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৮, ২০২৫
temperature icon 15°C
overcast clouds
Humidity 64 %
Pressure 1015 mb
Wind 7 mph
Wind Gust Wind Gust: 7 mph
Clouds Clouds: 89%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:38

⠀আরও দেখুন

Scroll to Top