১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলামকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার বেজাই মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

অধ্যক্ষ নবিউল ইসলাম উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রাণী গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে। তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চারবার এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি নবগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল গোয়েন্দা পুলিশ, উপজেলার বেজাই মোড় এলাকায় অভিযান চালিয়ে নবিউল ইসলামকে গ্রেফতার করে। তিনি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০২৩ সালের ১ নভেম্বর ফুলবাড়ী থানার এসআই বদিউজ্জামান বাদী হয়ে ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নবিউলসহ ১৯ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতদের একটি নাশকতার মামলা করেন। এ মামলায় ইতিপূর্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম ও একজন পৌর কাউন্সিলসহ সাত বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

দিনাজপুর গোয়েন্দা পুলিশের এসআই জাহেদুল ইসলাম জানান, ফুলবাড়ী থানায় নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, দিনাজপুর গোয়েন্দা পুলিশের একটি টহলদল তাকে আটক করে থানায় দিয়েছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১২, ২০২৪
temperature icon 20°C
clear sky
Humidity 37 %
Pressure 1017 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 5%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:16

⠀আরও দেখুন

Scroll to Top