স্টাফ রিপোর্টার : দিনাজপুরে আলী রেজা সোহেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জারিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকালে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক একেএম লিয়াকত আলী।
নিহত আলী রেজা সোহেল দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ি এলাকার বাসিন্দা।
দন্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুর শহরের ঘাসিপাড়ার জুবিয়ার (৩৯), বড়বন্দর এলাকার তনয় (৩৯), চাউলিয়াপট্টি এলাকার রিয়েল (৪১), লালবাগ এলাকার রাকু (৪০) ও ৬ নম্বর উপশহর এলাকার নাজমুল হোসেন ওরফে বাবু। রায় ঘোষণার সময় নাজমুল হোসেন বাদে অন্য চারজন আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত নাজমুল হোসেন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩০ আগস্ট সকালে আব্দুস সালাম নামের এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে আলী রেজা সোহেল রামসাগরে যাওয়ার উদ্দেশে বের হন। দুপুর আড়াইটার দিকে রামসাগর সংলগ্ন মহব্বতপুর হাজির দিঘির মোড় এলাকায় আসামিরা তাদের গতিরোধ করেন। আসামিরা এ সময় সোহেলকে মোটরসাইকেল থেকে নামিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে বিকালে হাসপাতালে সোহেল মারা যান। এ ঘটনায় নিহত সোহেলের বড় ভাই কাজি গোলাম জিলানী সাতজনের নাম উল্লেখ করে ও দুইজনকে অজ্ঞাতনামা দেখিয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আজ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ও চারজন আসামির উপস্থিতিতে এ রায় দেন আদালত।’