স্টাফ রিপোর্টার : দিনাজপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা স্বাস্থ্য বিভাগ।
এ সময় শহরের বালুবাড়ীস্থ মেঘনা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার, নিউ পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক ও মাতৃসেবা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের মোট চারটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় লাইসেন্স নবায়নবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা, কর্তব্যরত চিকিৎসক ও পর্যাপ্ত নার্স-টেকনোলজিস্টের অভাব, আয়া দিয়ে ইসিজি কার্যক্রম, পরীক্ষাগারে দুষিত রক্ত সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট তৈরিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
অভিযান পরিচালনাকালীন সময়ে বিভিন্ন অনিয়ম পেলে প্রতিষ্ঠানগুলোর মালিকদের প্রত্যেককে ৫০ হাজার করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহতাত আবিদ।
অভিযান শেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মমতাজ বেগম রুনী বলেন, দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় পরিচালিত যৌথ অভিযানে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের কারণে দুই লাখ টাকা জরিমানা করা হয়।