মিরর ডেস্ক : চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে চা শিল্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণীয় করে রাখতে রাজধানীর মতিঝিলে নিজস্ব ভূমিতে ‘বঙ্গবন্ধু চা ভবন’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চা বোর্ড।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলামের সভাপতিত্বে বোর্ডের সব সদস্যের অংশগ্রহণে অনলাইনে অনুষ্ঠিত চা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মাদ রুহুল আমীনের সঞ্চালনায় সভায় বোর্ডের সদস্য তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, বিভাগীয় কমিশনার রংপুর, সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নূরী, নাহিদ আফরোজ, প্রধান বন সংরক্ষকের প্রতিনিধি চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান টি রহমান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান এবং ন্যাশনাল ব্রোকার্সের চেয়ারম্যান এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।