১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

নতুন বছরে বাড়ল সোনার দাম

অর্থনীতি রিপোর্ট : বাংলাদেশে ২০২৫ সালের প্রথম মাসেই বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে মূল্যবান ধাতুটির দর সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দাম বৃদ্ধির পর এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা, যা আগে ছিল এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। একইভাবে ২১ ক্যারেটের স্বর্ণের দর দাঁড়াবে এক লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের মূল্য হবে এক লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম গিয়ে ঠেকবে ৯৩ হাজার ৬৭৪ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার দর ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের মূল্য ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দর ১ হাজার ৫৮৬ টাকা।
এর আগে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল, যা ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হয়। এবার দর বৃদ্ধি পেলো নতুন বছরের শুরুতেই।

 

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৩, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 50 %
Pressure 1012 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:57

⠀আরও দেখুন

Scroll to Top