৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ফ্রিল্যান্সিংয়ে আয়ের লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ

ঢাকা : একটি চক্র ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দৈনিক ১০ থেকে ৪০ ডলার আয়ের প্রলোভন দেখিয়ে প্রিমিয়াম সফটওয়্যার দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চক্রের ৬ সদস্যকে রাজধানীর উত্তরা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি এসএসডি কার্ড, চারটি হার্ডডিস্ক, চারটি ট্যাব ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো শামীম আহম্মেদ (৩২), জাহিদুল ইসলাম (২৪), মাহিদুল হক ওরফে মাহাদী (৩০), মো. আশরাফুল ইসলাম (২৬), এহসান মাশফী (২৪) ও রনি সরদার (২৮)।

এটিইউ’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ফ্রিল্যান্সিং বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি পেশা। এটাকে কাজে লাগিয়ে এই চক্রটি আপস্পট একাডেমির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক ১০ থেকে ৪০ ডলার আয় করার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দেয়। সেখানে ফ্রিতে ক্লাস করার নামে তাদের রেজিস্ট্রেশন করায় এবং অল্প সময়েই কিভাবে বিপুল পরিমাণ টাকা আয় করা যায় তার বিষয়ে বলা হয়। প্রতি ব্যাচে প্রায় ৩০০ জন রেজিস্ট্রেশন করেন। এ চক্রটি এভাবে ১৫৬টি ব্যাচের ট্রেনিং দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, সিপিএ মার্কেটিংয়ের জন্য বিভিন্ন প্রিমিয়াম রাশিয়ান সফটওয়্যার টুলস প্লাগইন করার কথা বলে বিকাশের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রত্যেকের কাছ থেকে ২,৫০০ টাকা করে চাওয়া হয় এবং এই টাকা পরিশোধ করলে তাদের ক্লাসে এনরোল করা হবে বলে জানানো হয়। আগ্রহী প্রশিক্ষণার্থীরা বিকাশে ২ হাজার ৫০০ টাকা পরিশোধ করলে তাদের সিপিএ মার্কেটিংয়ের ওপর দায়সারাভাবে কিছু রেকর্ডেড ও কিছু লাইভ ক্লাস করানো হয়। কিন্তু টাকা নেওয়ার পরও তারা প্রিমিয়াম টুলস আর দেয় না। এর মাধ্যমেও তারা হাতিয়ে নিয়েছে কোটি টাকা।

ভুক্তভোগীরা জানায়, কোর্স সমাপ্ত হওয়ার পর সিপিএ মার্কেটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে তাদের সাহায্য করার কথা থাকলেও আপস্পট অ্যাকাডেমি থেকে পরবর্তী সময়ে তারা কোনও ধরনের সেবা পান না। এসব বিষয়ে ভুক্তভোগীরা মেসেজ বা হটলাইনে আপস্পট অ্যাকাডেমির সাথে যোগাযোগ করেও কোনও ধরনের সাড়া পায় না। অনেক ক্ষেত্রে তাদের ব্লক করে দেওয়া হয়। পরে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে এটিইউ তদন্ত শুরু করে এবং এই চক্রের ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ৬, ২০২৫
temperature icon 24°C
clear sky
Humidity 26 %
Pressure 1009 mb
Wind 10 mph
Wind Gust Wind Gust: 20 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:46
Sunset Sunset: 17:52

⠀আরও দেখুন

Scroll to Top