হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পচা-বাসি খাবার বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার দুপুরে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। তিনি বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি কারখানায় তদারকি কার্যক্রম চালানো হয়। একটি কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। ওই কারখানাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ডাঙ্গাপাড়া বাজারে অবস্থিত হোটেল কনফেকশনারি ও কসমেটিক্স দোকানে তদারকি কার্যক্রম চালানো হয়। এ সময় একটি হোটেলে মেয়াদোত্তীর্ণ মিষ্টিসহ অন্যান্য পচা-বাসি খাবার পাওয়া যায়। ওই হোটেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওইসব খাবার ধ্বংস করা হয়েছে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।