আপনার ঘরে কী ১৯৯৬ সারের কোনো ক্যালেন্ডার আছে? থাকলে ২০২৪ সালের জন্য নতুন ক্যালেন্ডারের কোনো দরকার নেই। ওই ২৮ বছর আগের ক্যালেন্ডারের সঙ্গে দিন, মাস, তারিখের সঙ্গে হু-বহু মিল রয়েছে ২০২৪ সালের দিন, মাস, তারিখ। এই বছরটিও ১৯৯৬ সালের মতোই শেষ হবে ৩৬৬ দিনে।
টাইমএন্ডেট-এর তথ্য-২০০ বছরের একই ক্যালেন্ডার হুবহু মিলে যাওয়া ঘটনা ঘটছে/ঘটবে সাত বার। ১৯৪০, ১৯৬৮, ১৯৯৬, ২০২৪, ২০৫২, ২০৮০ ও ২১২০ সালে ঘটেছে এবং ঘটবে এই ঘটনা।
বিশ্বের সব থেকে বড় ক্রীড়া আসর অলিম্পিক। এটি ১৯৯৬ সালে আয়োজন করা হয়েছিল, এ বছরেও হবে।
তথ্যসূত্র: গুড মর্নিং আমেরিকা