মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ফেরি ঘাটে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামের একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ডুবে যায়। ৯টি ট্রাকসহ পাটুরিয়া ঘাটে নোঙর করা ছিল ফেরিটি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়ার ডিজিএম মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ফেরিতে সাতটি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে, ঘটনাস্থলে গিয়ে জানা গেছে হুমায়ন নামে একজন নিখোঁজ রয়েছে।