স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন চতুর্থবারের মতো নির্বাচিত দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ৮ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
এরপর বেলা ১২টায় সদর উপজেলার জালালপুর গ্রামে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য জননেতা এম. আব্দুর রহিম এ্যাডভোকেট-এঁর সমাধিতে শ্রদ্ধা জানান দিনাজপুর-৩ সদর আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
শ্রদ্ধা শেষে বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারসহ মরহুম জননেতা এম. আব্দুর রহিম এ্যাডভোকেট এঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন চতুর্থবারের মতো নির্বাচিত দিনাজপুর-৩ সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অন্যান নেতাকর্মীরা।