২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

প্রথমবারের মতো চাঁদে বাণিজ্যিক রকেট পাঠালো যুক্তরাষ্ট্র

মিরর ডেস্ক : চাঁদের উদ্দেশ্যে প্রথমবারের মতো বাণিজ্যিক রকেট পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভলকান নামে একটি রকেট সোমবার (৮ জানুয়ারি) ভোর ২টা ১৮ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

মহাকাশযানটি চাঁদ সফলভাবে অবতরণ করলে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফট ল্যান্ডিং হবে এটি।

ভলকান, একটি ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ইউএলএ) রকেট। এর সঙ্গে একটি রোবোটিক চন্দ্র ল্যান্ডার ‘পেরেগ্রিন’ রয়েছে। পেরেগ্রিন ২৩ ফেব্রুয়ারি চাঁদে অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতের চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পিত মিশনের অংশ হিসেবে চন্দ্র পৃষ্ঠের তথ্য সংগ্রহের জন্য আগে ভলকানকে মহাকাশে পাঠানো হয়েছে।
পেরেগ্রিন নামের চন্দ্র ল্যান্ডারটি তৈরি করেছে স্পেস রোবোটিক্স ফার্ম অ্যাস্ট্রোবোটিক টেকনোলজি। এটি ভলকানের প্রথম ফ্লাইটের যাত্রী। রকেটটি গত দশকে বোয়িং-লকহিড এর যৌথ উদ্যোগ ইউএলএ তৈরি করা হয়েছে।

বেসরকারী সংস্থাগুলোর মধ্যে একটি ত্বরান্বিত মহাকাশ প্রতিযোগিতার অংশ এই মিশন। প্রথমবারের মতো কোনও প্রাইভেট সংস্থার প্রথম চন্দ্র অবতরণের রেকর্ড গড়তে যাচ্ছে এটি। অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই হবে চাঁদে প্রথম মার্কিন অবতরণ।

লঞ্চ কন্ট্রোল রুম থেকে ইউএলএ মিশন কর্মকর্তা এরিক মন্ডা বলেছেন, ‘সবকিছুই একদম স্পট দেখাচ্ছে, একদম নিখুত।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ২২, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 54 %
Pressure 1011 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:52
Sunset Sunset: 17:41

⠀আরও দেখুন

Scroll to Top