স্টাফ রিপোর্টার : বাজারে ধান ও চালের দাম নিয়ন্ত্রণে দিনাজপুর খাদ্য অধিদপ্তর বিরল উপজেলার একটি ধানের গোডাউনে অভিযান চালিয়েছে। অভিযানকালে অবৈধভাবে ২৭০ মেট্রিক টন মজুদ করা ধান জব্দ করেছে। এ সময় গোডাউনের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা করে গোডাউনটি সিলগালা করেছে খাদ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে বিরল উপজেলার পাইকপাড়ার ওরিয়েন্টাল এগ্রোর একটি গোডাউনে অভিযান পরিচালনা করে খাদ্য অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জেলা খাদ্য কর্মকর্তা কামাল হোসেন, সহকারী খাদ্য কর্মকর্তা মোহন আহমেদ, দিনাজপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সিং, বিরল উপজেলা খাদ্য কর্মকর্তা ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অভিযানের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী ব্রিফিং করেন। এসময় জেলা খাদ্য কর্মকর্তা কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম উপস্থিত ছিলেন।