৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বরুন ঘোষ (৪৮) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার সদর হাসপাতালের পাশে হামদহ ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বরুন ঘোস ঝিনাইদহ পৌরসভার হামদহ ঘোষপাড়া এলাকার মৃত নরেন বিশ্বাসের ছেলে।

নিহত বরুণের ভাই অরুণ কুমার ঘোষ জানান, দীর্ঘদিন বরুন ঘোষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেন। আজ সন্ধ্যায় বাড়ি থেকে ভাত খেয়ে শহরের ঘোষপাড়ায় যান তিনি। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। হাসপাতালে তাকে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

ঝিনাইদহ-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তাহজীব আলম সিদ্দিকী। তাকে হারিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার আলম জাহেদী।

তাহজীব সিদ্দিকী বলেন, ‘নির্বাচনের সময় বরুণ নৌকার পক্ষে কাজ করেছে। চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘ঘোষপাড়া এলাকায় বরুণকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত ছাড়া বলা সম্ভব না।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
অক্টো ৯, ২০২৪
temperature icon 27°C
light rain
Humidity 80 %
Pressure 1012 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 94%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:01
Sunset Sunset: 17:44

⠀আরও দেখুন

Scroll to Top