হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিন বন্ধের আগের দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৪৭ ট্রাকে এক হাজার ১৯৮ টন আলু আমদানি হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত এসব আলু ভারত থেকে বাংলাদেশে এসেছে।
হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘দেশের বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি অব্যাহত রেখেছেন ব্যবসায়ীরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ থেকে ১৪ এপ্রিল টানা ছয় দিন এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এই সময়ে বাজারে আলুর দাম যাতে না বাড়ে সেজন্য আমদানি বাড়িয়েছি আমরা। বন্দর থেকে ছাড়ের পর বাজারে সরবরাহ করা হবে।’
আমদানিকৃত ডায়মন্ড আলু বন্দরে ৩১-৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জানিয়ে আনোয়ার হোসেন বলেন, ‘খরচ না উঠায় স্টিক ও কাটিনাল জাতের আলু আমদানি বন্ধ রেখেছি। এই দুই জাতের আলু ভারত থেকে আমদানি করে বন্দরে আসা পর্যন্ত খরচ পড়ছে ৩৬-৩৭ টাকা। কিন্তু বর্তমানে দেশের বাজারে এই জাতের আলু বিক্রি হচ্ছে ৩১-৩২ টাকা। মূলত এজন্যই আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘গত কয়েকদিন ধরে বেশি পরিমাণে আলু আমদানি অব্যাহত আছে। মঙ্গলবার থেকে ছয় দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তাই বন্ধের আগের দিনে অর্থাৎ সোমবার ৪৭ ট্রাকে এক হাজার ১৯৮ টন আলু আমদানি হয়েছে। কাস্টমসের প্রক্রিয়া শেষে ছাড় দেওয়া হচ্ছে। ছয় দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের কার্যক্রম চালু থাকবে।’