মিরর ডেস্ক : মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ১০০ ছাড়িয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সংবাদমাধ্যমটি জোড়া বিস্ফোরণে ৭০ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানিয়েছিল।
তবে ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জোড়া বিস্ফোরণের ঘটনায় ১০৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৭১ জন। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।
ইরানের জরুরি বিভাগের মুখপাত্র প্রথমে এ ঘটনায় ৭৩ জন নিহত ও ১৭০ জন আহত হওয়ার কথা জানালেও পরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, অন্তত ১০০ জন নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্ব আল-কুদস ফোর্সের। কাসেম সোলাইমানি ছিলেন এই বাহিনীর প্রধান। তাকে অনেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ডানহাত ও ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জানতেন।
২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে যুক্তরাষ্ট্রের টার্গেট করা ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলায়মানি। সে সময় তার সঙ্গে ফোর্সের আরও কয়েকজন সামরিক সদস্য নিহত হয়।