মিরর ডেস্ক : ভারতের দিল্লি ও তার আশেপাশের এলাকায় তাপমাত্রা নেমে ৩.৬ ডিগ্রিতে দাঁড়িয়েছে। শনিবার এই তাপমাত্রা রেকর্ডের পর পুরো দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। দিল্লির একটি গ্রাম আয়া নগরে দ্বিতীয় দিনেও সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদফতর আইএমডি জানিয়েছে, শুক্রবার রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৪ ডিগ্রি, সফদরজংয়ে ৩.৬, রিজে ৩.৯ এবং পালামে ৫.৮। দিল্লি এবং দেশের অন্যান্য অংশে প্রতিকূল আবহাওয়ার কারণে আঠারোটি দিল্লিগামী ট্রেন ১ থেকে ৬ ঘণ্টা বিলম্বিত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর দিল্লিতে আগামী তিন দিনের জন্য ইয়েলো অ্যালার্টও জারি করেছে, কারণ শৈত্যপ্রবাহ কমার সম্ভাবনা কম। আজ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্থায়ী হতে পারে বলে আইএমডি জানিয়েছে।