১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

হিলিতে জিরার কেজি ৬০০ টাকা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : তিন মাসের ব্যবধানে দিনাজপুরের হিলিবন্দর বাজারে জিরার দাম কমেছে কেজিতে ৫৫০ টাকা। প্রকার ভেদে ১ হাজার ১৫০ টাকা কেজি দরের জিরা বর্তমান বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। আরও কমতে পারে বলে জানিয়েছেন মসলা ব্যবসায়ীরা। কম দামে জিরা কিনতে পেরে খুশি স্থানীয় সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ ক্রেতারা।

রবিবার (৩১ মার্চ) হিলি মসলার বাজার ঘুরে জানা যায়, গতবছর ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি হিসেবে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে। ভারতে জিরার ফলন কম এবং আমদানি কমের অজুহাতে দাম বাড়তে থাকে। সর্বশেষ বিক্রি হচ্ছিল ১ হাজার ১২০ টাকা কেজি দরে।

চলতি বছর ভারতে জিরার ফলন ভালো এবং আমদানি বেশি হওয়ায় দাম কমে গেছে। গত তিন মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজিপ্রতি ৫৫০টাকা। এর মধ্যে, ভারতীয় আমদানিকৃত কাকা জিরা ৬০০ টাকা, বাবা জিরা ৬২০ টাকা, মধু জিরা ৬২০ টাকা, অমরিত জিরা ৬০০ টাকা, সোনা জিরা ৬৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মসলা কিনতে আসা সোলেমান আলী বলেন, এক বছর ধরে জিরার দাম আকাশছোঁয়া। ১০০ গ্রাম জিরা ৪০ টাকা দিয়ে কিনেছিলাম। সেই জিরা কিনতে হয়েছিল ১০০ টাকায়। বর্তমানে দাম অনেকটা কমে ৬৫ টাকায় কিনছি। যদি আগের দামে কিনতে পারতাম তাহলে ভালো হতো।

হিলি মসলা বাজারে মসলা ব্যবসায়ী শাওন বলেন, গতবছর ভারতে জিরার ফলন কম এবং আমদানি কম হওয়ার কারণে জিরার দাম বাড়তে বাড়তে ১ হাজার ১২০ টাকা কেজি হয়েছিল। বর্তমানে ভারত থেকে নতুন জিরা আমদানি হচ্ছে। তাই দাম কেজিতে প্রায় ৫৫০ টাকা কমে গেছে। ৫৯০ টাকা কেজি দরে কিনে ৬০০ টাকায় বিক্রি করছি। আশা করছি, আগামীতে জিরার দাম আরও কমবে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ১৬, ২০২৫
temperature icon 39°C
clear sky
Humidity 13 %
Pressure 1004 mb
Wind 18 mph
Wind Gust Wind Gust: 35 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:13
Sunset Sunset: 18:14

⠀আরও দেখুন

Scroll to Top