মিরর ডেস্ক : অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোরভাবে কিছু নিয়ম ও আচার-অনুষ্ঠান অনুসরণ করছেন। আগামী ২২ জানুয়ারি মন্দিরের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আচারের জন্য ‘যম নিয়ম’ কঠোরভাবে অনুসরণ করছেন মোদি। তিনি শুধু কম্বল গায়ে মেঝেতে ঘুমাচ্ছেন ও নারকেল পানি পান করছেন।
১২ জানুয়ারি থেকে মন্দিরের পবিত্রতার আচার শুরু হয়েছে। ২২ জানুয়ারি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পূজা করবেন মোদি। লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বে পুরোহিতদের একটি দল প্রাণ প্রতিষ্ঠার মূল আচার সম্পাদন করবে।
মন্দির ট্রাস্ট বিশেষভাবে দেশ-বিদেশের ১১ হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ করেছে। কেন্দ্রীয় সরকার তার সমস্ত অফিসে অর্ধেক বেলা বন্ধ ঘোষণা করেছে।
অভিষেক অনুষ্ঠানের কারণে সারা দেশের মন্দিরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে বলেছেন মোদি। গত সপ্তাহে, তিনি ‘স্বচ্ছতা অভিযান’ এর অংশ হিসেবে মহারাষ্ট্রের নাসিকের কালারাম মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কার করেছেন।