৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

মেঝেতে ঘুমাচ্ছেন, নারকেলের পানি পান করছেন মোদি

মিরর ডেস্ক :  অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোরভাবে কিছু নিয়ম ও আচার-অনুষ্ঠান অনুসরণ করছেন। আগামী ২২ জানুয়ারি মন্দিরের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আচারের জন্য ‘যম নিয়ম’ কঠোরভাবে অনুসরণ করছেন মোদি। তিনি শুধু কম্বল গায়ে মেঝেতে ঘুমাচ্ছেন ও নারকেল পানি পান করছেন।

১১ দিনের কোডের মধ্যে রয়েছে তপস্যা ও ধ্যানের মাধ্যমে মন এবং শরীরকে শুদ্ধ করা। পাশাপাশি পালন করছেন বিশেষ ডায়েট। ফলে খাবার তালিকা থেকে বাদ দিয়েছেন পেঁয়াজ, রসুনসহ বেশ কিছু আইটেম।

১২ জানুয়ারি থেকে মন্দিরের পবিত্রতার আচার শুরু হয়েছে। ২২ জানুয়ারি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পূজা করবেন মোদি। লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বে পুরোহিতদের একটি দল প্রাণ প্রতিষ্ঠার মূল আচার সম্পাদন করবে।

মন্দির কমিটি বলেছে, ‘প্রাণ প্রতিষ্ঠা’ মানে মূর্তিকে ঐশ্বরিক চেতনায় আত্মসাৎ করা এবং মন্দিরে পূজা করা প্রতিটি মূর্তির জন্য এটি অপরিহার্য। এর জন্য শুভ সময় ২২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা।

মন্দির ট্রাস্ট বিশেষভাবে দেশ-বিদেশের ১১ হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ করেছে। কেন্দ্রীয় সরকার তার সমস্ত অফিসে অর্ধেক বেলা বন্ধ ঘোষণা করেছে।

অভিষেক অনুষ্ঠানের কারণে সারা দেশের মন্দিরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে বলেছেন মোদি। গত সপ্তাহে, তিনি ‘স্বচ্ছতা অভিযান’ এর অংশ হিসেবে মহারাষ্ট্রের নাসিকের কালারাম মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কার করেছেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
নভে ৩, ২০২৪
temperature icon 25°C
clear sky
Humidity 72 %
Pressure 1012 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:14
Sunset Sunset: 17:23

⠀আরও দেখুন

Scroll to Top