২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে ভারত

মিরর ডেস্ক : বিদ্রোহীদের কাছে কোণঠাসা হওয়ার পর ভারতে প্রবেশ করছে মিয়ানমারের সেনারা। এ পরিস্থিতিতে কঠোর হচ্ছে ভারত। মিয়ানমার সীমান্তে বেড়া বসনোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শনিবার (২০ জানুয়ারি) রাতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আসামে পুলিশ কমান্ডোদের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে অমিত শাহ বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত বাংলাদেশের সীমান্তের মতো সুরক্ষিত হবে।

মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াইয়ের কারণে মিয়ানমার সেনাবাহিনীর শত শত সদস্য ভারতে পালিয়ে যাচ্ছেন। গত তিন মাসে মিজোরাম রাজ্যে প্রায় ৬০০ মিয়ানমারের সেনা প্রবেশ করেছে।

সীমান্তে বেড়া বসিয়ে ভারত মূলত দুই দেশের মধ্যকার ফ্রি মুভমেন্ট রেজিম (এফএমআর) বাতিল করছে। এতে সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের শিগগিরই এক দেশ থেকে অপর দেশে আসতে ভিসা প্রয়োজন হবে।

সত্তরের দশকে এফএমআর চালু হয়েছিল। ভারত-মিয়ানমার সীমান্তে বসবাসকারী মানুষদের মধ্যে পারিবারিক ও জাতিগত সম্পর্কের দিকটি বিবেচনা করে এটি চালু করা হয়।

এর আগে মিজোরাম সরকার প্রতিবেশী দেশগুলোর সেনাদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

অক্টোবরের শেষের দিকে মিয়ানমারের তিনটি জাতিগত সংখ্যালঘু বাহিনী একটি সমন্বিত আক্রমণ শুরু করে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 21°C
overcast clouds
Humidity 78 %
Pressure 1015 mb
Wind 13 mph
Wind Gust Wind Gust: 20 mph
Clouds Clouds: 100%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top