মিরর ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। পাহাড়ি এলাকায় বুধবার (২৯ মে) ভোরে এই দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর তুরবার থেকে আঞ্চলিক রাজধানী কোয়েটা যাচ্ছিল।
ওয়াশুক জেলার সরকারি স্বাস্থ্য কর্মকর্তা নুরুল্লাহ এসাজাই নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, বাসটিতে ৫৪জন যাত্রী ছিলেন।
তিনি আরও বলেছেন, কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এসাজাই বলেছেন, ১০ জনের অবস্থা গুরুতর ছিল। তাদের কোয়েটা পাঠানোর জন্য আমরা হেলিকপ্টারের ব্যবস্থা করছি। অপর কয়েকজনকে খুজদারের হাসপাতালে পাঠানো হবে।
ওয়াশুকের এক সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বলেছেন, একটি সেতু ভেঙে বাসটি খাদে পড়েছে। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। আহতদের সহযোগিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
পাকিস্তানে, বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে। চলিত মাসের শুরুতে এক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছিলেন।