২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

নৈতিকভাবে আমাদের স্মার্ট হতে হবে -হুইপ ইকবাল

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, নৈতিক ও আত্বিকভাবে আমাদের স্মার্ট হতে হবে। প্রযুক্তি মানুষকে র্স্ম্টা করে। যুবকদের দক্ষ হওয়ার পাশাপাশি নৈতিক গুনাবলি অর্জন করতে হবে। আজকের যুবরাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। এ জন্য সকলকে দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে। যুবাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা জনশক্তিতে পরিনত হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুবাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছে এবং তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চিন্তা করছেন রোবটিক সোসাইটি। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

সোমবার (৮ জুলাই) দুপুরে দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ২৩-২৪ অর্থবছরের অনুদানের চেক বিতরন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুবদের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৬টি যুব সংগঠনের মাঝে ৮ লাখ ২৫হাজার টাকার চেক বিতরন করা হয়।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক রওনাকুল ্ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মামুন হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, মোসাদ্দেক হোসেন প্রমুখ।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ২২, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 54 %
Pressure 1011 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:52
Sunset Sunset: 17:41

⠀আরও দেখুন

Scroll to Top