স্টাফ রিপোর্টার : ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে ৭ ডিগ্রিতে নেমেছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ১ ডিগ্রি।
তিনি বলেন, এমন ঘন কুয়াশায় জীবনে প্রথম দেখলাম। ঠান্ডায় কাজ করা খুবই কষ্ট। ঠান্ডার কারণে আয় অনেক কমে গেছে। এতে সংসার চালাতে অনেকটা হিমসিম খেতে হচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জানুয়ারিজুড়েই জেলায় তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে।
শহরের বালুয়াডাঙ্গা মোড়ে অটোচালক রাজু ইসলাম বলেন, ঠান্ডার কারণে লোকজন বাড়ি থেকে সেভাবে বের হচ্ছে না। সংসারের খরচ জোগাতে রাস্তায় বের হয়েছি। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় হাত-পা জমে যাচ্ছে।আজ শুক্রবার রাস্তায় মানুষজনও কম। অটোর ভাড়াও কম। জানি না দুপুরের বাজারের টাকাটা জোগার হবে কিনা।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৮-৬ ডিগ্রি সেলসিয়াসে থাকলে সেটিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়।