২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

কারাগার থেকে যেভাবে পালিয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি

বগুড়া : বগুড়া জেলা কারাগারের কনডেম সেল থেকে পালিয়ে গিয়েছিলেন মৃত্যুদণ্ড পাওয়া চার আসামি। ঘটনার দেড় ঘণ্টার মধ্যে কারাগারের পাশের বাজার থেকে তাদের আটক করে পুলিশ।

ওই চার আসামি হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জুর, নরসিংদীর আমির হামজা, বগুড়ার কাহালুর মো. জাকারিয়া ও বগুড়া সদরের ফরিদ শেখ।

আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।

পুলিশ সুপার বলেন, ‘দীর্ঘ দিন ধরে পরিকল্পনা করে গত রাতে তারা কনডেম সেলের ছাদ কেটে কাপড়ের রশি বানিয়ে ছাদ থেকে নেমে পালিয়ে যায়। ভোর সাড়ে ৪টার দিকে জেলখানার অদূরে বাজার থেকে পুলিশ তাদের আটক করে।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘জেল কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানায় ৩টা ৫৬ মিনিটে। এরপর পুলিশের সব ফাঁড়ি এবং টহল দলকে অ্যালার্ট করে দেওয়া হয়। ভোর সাড়ে ৪টায় সদর ফাঁড়ির সব-ইন্সপেক্টরের নেতৃত্বে পলাতক চার আসামিকে ধরে ডিবি কার্যালয়ে আনা হয়।’

কারাগার থেকে পালিয়ে যাওয়ায় আসামিদের বিরুদ্ধে মামলা হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘পলাতক আসামিদের বিরুদ্ধে জেল কর্তৃপক্ষ আবার মামলা করবে। এরপর তাদের আদালতে পাঠানো হবে।’

আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘জেলটি ব্রিটিশ আলমের। ছাদে কোনো রড ছিল না। কাপড় দিয়ে ওপরে উঠে তারা ছাদ ফুটো করে পালিয়েছে। ঘটনার পর আমি জেল পরিদর্শন করেছি এবং সামনে-পেছনে আরও ছয়টি নিরাপত্তা চৌকি বসাতে বলেছি।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 33°C
clear sky
Humidity 26 %
Pressure 1012 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 10 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top