খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয় নিয়ে ‘বই না পেয়েই নবম শ্রেণির শিক্ষার্থীরা দশম শ্রেণিতে, অভিভাবকদের ক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর দুই বিষয়ে পাঠ্যবই পেল ঐ স্কুলের দশম শ্রেণির ১৩ শিক্ষার্থী। এর আগে ঐ স্কুলের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায়কে কারণ দর্শানোর নোটিশ ও বই বিতরণের নির্দেশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে সেই দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ে বাংলা দ্বিতীয় পত্র ও কৃষি শিক্ষা বিষয়ে তাদের পাঠ্যবই প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক বলেন, বিষয়টি নজরে আসার পরে সেই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে ও বই প্রদানের নির্দেশা দেওয়া হয়। তিনি আরও বলেন, ইতিমধ্যেই ঐ শিক্ষক শোকজের জবাব ও শিক্ষার্থীদের মাঝে বই প্রদান করা হয়েছে।