৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

আমাদের এখন আমেরিকার ফরেন পলিসিতে উপদেশ দেওয়ার সময়: আব্দুল মোমেন

ঢাকা : ভবিষ্যতে আমেরিকার ফরেন পলিসি কী হওয়া উচিত, সে বিষয়ে বাংলাদেশের পরামর্শ দেওয়ার সময় এসেছে বলে মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমেরিকার ফরেন পলিসি কী ধরনের হওয়া উচিত, সেগুলোতে আমরা উপদেশ দেবো। আমাদের এখন উপদেশ নেওয়ার সময় নয়, দেওয়ার সময়। আমেরিকা যদি তাদের ফরেন পলিসি পরিবর্তন করে এবং দুনিয়ার মানুষের কথা চিন্তা করে; তাহলে তারা বিশ্বের নেতা হবে। আর যদি তাদের নিচু মন মানসিকতা প্রকাশ পেতে থাকে, তাহলে কিন্তু তারা বিশ্বের মধ্যে কুলাঙ্গার হবে।’

শুক্রবার (২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ইআরডিএফবি) আয়োজিত ‘আওয়ামী লীগের সফল ও গৌরবময় পথচলার ৭৫ বছর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. এ কে মোমেন বলেন, ‘আগামী পৃথিবীর ভবিষ্যৎ কী হবে, এটা নিয়ে ভাবার সময় এখন এসেছে। কারণ ইতিমধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে, পৃথিবীজুড়ে একটা যুদ্ধ-ভাব বিরাজ করছে। তাই বিশ্বের ভবিষ্যৎ কী হবে- সেটা নিয়ে আমাদের এডুকেশন রিসার্চের গবেষণা করা উচিত।’

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নত দেশগুলোর প্রতি আমাদের দাবি এই অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে মানুষের মন মানসিকতাও সংস্কৃতির বিকাশে সেই টাকাগুলো খরচ করেন। ২৩ বিলিয়ন ডলার তাদের শুধু অস্ত্র কেনা বা ডিফেন্সের নামে। আমরা যদি মানুষের মধ্যে সৌহার্দ্যবোধ তৈরি করতে পারি তাহলে ওইগুলোর প্রয়োজন হবে না। আজকে যারা গবেষণা করে তাদের এসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কীভাবে ডাইভারসিফিকেশনের মাধ্যমে এই অর্থ মানুষের বিকাশের জন্য কাজে লাগে, পৃথিবীতে সুন্দর একটা রূপ দেওয়া যায়।’

পশ্চিমা বিশ্বের ফ্রি থিংকিংয়ের পরিধি সীমিত হয়ে যাচ্ছে উল্লেখ করে মোমেন বলেন, ‘সম্প্রীতি অক্সফোর্ড ইউনিভার্সিটি আমাকে দাওয়াত দেয়, জিও পলিটিক্স এর বিষয়ে আলোচনা করতে। তারপর তারা আমাকে শর্তও দিয়ে দেয় যে, আপনি গাজা এবং ফিলিস্তিনের ইস্যুতে কোনও কথা বলবেন না। অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয় যেখানে উন্মুক্তভাবে সব কিছু আলোচনা করা যায়। তারা এখন কতটা ন্যারো মাইন্ডেড হয়ে গেছে এর মাধ্যমে বোঝা যায়।’

বাংলাদেশ ‘ল্যান্ড অব ফ্রিডম স্পিচ অ্যান্ড ফ্রি মিডিয়া’ উল্লেখ করে তিনি বলেন, ‘গত ৭০ বছরে আওয়ামী লীগ দেখিয়েছে তারা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তৈরি করেছে। শুধু দেশ তৈরি নয়, সেই দেশটাকে শক্ত বিমের উপর প্রস্তুত করার জন্য যা যা দরকার তাই করেছে। এজন্য শেখ হাসিনা ধন্য তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান প্রমুখ।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ৮, ২০২৫
temperature icon 19°C
clear sky
Humidity 28 %
Pressure 1014 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 1%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:45
Sunset Sunset: 17:53

⠀আরও দেখুন

Scroll to Top