চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটের ১৯১ জন যাত্রী ও সাত জন ক্রু। শুক্রবার (১০ মে) সকাল ৮টা ৩৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জি-৯৫২৬ শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর হাইড্রোলিক প্রেসার সিস্টেম বিকল হয়ে যায়। এ কারণে বিমানটি প্রায় ১২ মিনিট আটকা পড়ে। পরে যাত্রী এবং ক্রুদের নিরাপদে নামিয়ে আনার পর বিমানটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ‘যান্ত্রিক ত্রুটি নিয়ে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট শারজাহ থেকে ১৯১ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে সকালে অবতরণ করে। বিমানটি অবতরণের আগে হাইড্রোলিক প্রেসার সিস্টেমে ত্রুটি দেখা দেয়। বিষয়টি আমরা জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সাহায্য করেছি।’
তিনি বলেন, ‘বিমান থেকে সব যাত্রী এবং ক্রুদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। যান্ত্রিক ত্রুটির বিষয়টি যাত্রীরা বুঝতে পারেননি।’