১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

অবশেষে পুরোপুরি বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

স্টাফ রিপোর্টার : অবশেষে বন্ধ হয়ে গেলো দিনাজপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লা ভিত্তিক ‘বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র’র উৎপাদন। সর্বশেষ উৎপাদনশীল ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) বিকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। এর ফলে উত্তরাঞ্চল জুড়ে চরম বিদ্যুৎ বিভ্রাটের আশংকা দেখা দিয়েছে।

জানা গেছে, বড়পুকুরিয়ায় উৎপাদিত কয়লা দিয়ে পরিচালিত হয়ে আসছিলো কেন্দ্রের ৫২৫ মেগাওয়াটের তিন ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এর মধ্যে ১ ও ২ নং ইউনিটটি ১২৫ মেগাওয়াট হলেও সর্বোচ্চ ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ছিলো ৩ নম্বর ইউনিটটি। ২ নম্বর ইউনিটের যান্ত্রিকত্রুটির কারণে অনেকদিন ধরে তা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় চলমান ছিলো ১ ও ৩ নম্বর ইউনিট। গত ১৫ ফেব্রুয়ারী উৎপাদনশীল ৩ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারনে বন্ধ হয়।

সর্বশেষ মঙ্গলবার বিকালে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হন তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম। তবে, পূনঃরায় উৎপাদনে ফিরতে ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় ১ হাজার ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি ঠান্ডা হলে মেরামত কাজ শুরু করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে উৎপাদনে ফিরার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ১৭, ২০২৫
temperature icon 35°C
scattered clouds
Humidity 16 %
Pressure 1003 mb
Wind 15 mph
Wind Gust Wind Gust: 27 mph
Clouds Clouds: 29%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:12
Sunset Sunset: 18:14

⠀আরও দেখুন

Scroll to Top