২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

মোবাইল ব্যবহারে মস্তিষ্কের ক্যানসার হয় না : ডব্লিউএইচও

মিরর ডেস্ক : মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কের ক্যানসারের মতো মরণব্যধি ডেকে আনতে পারে— এমন ধারণা ছিলো অনেকের মনেই। কিন্তু সেই আশঙ্কার অবসান করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বিশ্বজুড়ে একটি গবেষণা চালিয়েছে। তাতে উঠে আসছে, মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যানসার বা অন্যান্য মাথা ও গলার ক্যানসারের কোনো সুস্পষ্ট সম্পর্ক নেই।

গবেষণাপত্রটি ‘এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল’ নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে।

ডব্লিউএইচও’র এই সমীক্ষায় বিজ্ঞানী মহলে ঐকমত্য সত্ত্বেও মাঝে মধ্যে বেশ কিছু আলোচনায় উঠে এসেছে মোবাইল ফোনের বেতার তরঙ্গের কারণে মস্তিষ্কের ক্যানসারের ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত। ২০১১ সালে আইএআরসি বেতার তরঙ্গকে মানব স্বাস্থ্যেরর জন্য কার্সিনোজেনের তকমা দিয়েছিল, আর এই ঘটনার কারণে মস্তিষ্কের ক্যানসার মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আরও গবেষণা, পর্যালোচনা শুরু হয়।

তবে বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র এই সমীক্ষা এখনও পর্যন্ত সবথেকে বেশি তথ্যপ্রমাণ সমৃদ্ধ। এতে ৫ হাজার স্টাডি উল্লেখিত হয়েছে যার মধ্যে ৬৩টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ১৯৯৪ থেকে ২০২২ সালের মধ্যে। আর এই সমীক্ষায় স্পষ্টই বলা হয়েছে, একজন ব্যক্তি যদি ১০ বছর বা তার বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করেন তাহলেও তার মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কতক্ষণ তারা মোবাইল ব্যবহার করছে, কতক্ষণ ফোনে কথা বলছে তার সঙ্গেও ব্রেন ক্যানসারের কোনো সংযোগ নেই। 

সমীক্ষায় বলা হয়েছে, স্বাস্থ্যের সুরক্ষার জন্য দেশীয় ও আন্তর্জাতিক স্তরে মোবাইল ফোনের ক্ষেত্রে কিছু সেফটি লিমিট রয়েছে, এই লিমিটের মধ্যেই খুব লো-লেভেল রেডিও ওয়েভ নিঃসরণ করে মোবাইল ফোন। ফলে এর কারণে মানব স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব পড়েছে এমন উদাহরণ পাওয়া যায়নি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৪, ২০২৫
temperature icon 31°C
clear sky
Humidity 24 %
Pressure 1002 mb
Wind 8 mph
Wind Gust Wind Gust: 13 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:34
Sunset Sunset: 18:32

⠀আরও দেখুন

Scroll to Top