স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) থেকে ছুটি শুরু হয়েছে এবং চলবে আগামী ২২ জুন পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক মো. ড. মাহাবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলো বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্রও (টিএসসি) বন্ধ থাকবে।
এদিকে ছুটি উপলক্ষে সোমবার (১০ জুন) সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান গেট ও ১নং গেইটে দিয়ে শিক্ষার্থীদের হাতে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।