৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

হাবিপ্রবিতে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনোভেশন টিমের উদ্যোগে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা ভবনের নিচ তলায় এ ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন ইনোভেশন টিমের আহ্বায়ক ও আই আর টি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, স্বাগত বক্তব্য দেন ইনোভেশন টিমের সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট ড. মো. আজিজুল হক।

এ সময় শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া ও উদ্ভাবিত প্রযুক্তি স্টল প্রদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষক সমিতিসহ শিক্ষক সংগঠনের নেতা, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, স্মার্ট গভর্ন্যান্সের অংশ হিসেবে আমরা ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম আয়োজন করেছি। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে এ ধরনের উদ্ভাবনী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এরপর দুপুর ২টা ৩০ মিনিটে একই স্থানে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়। বিচারক প্যানেলের রায়ে প্রথম পুরস্কার অর্জন করে মেডিকাল সেন্টার, দ্বিতীয় পুরস্কার অর্জন করে পরিবহন ও যন্ত্র মেরামত শাখা এবং তৃতীয় পুরস্কার অর্জন করে জার্নাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
অক্টো ৮, ২০২৪
temperature icon 32°C
light rain
Humidity 61 %
Pressure 1012 mb
Wind 2 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 11%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:00
Sunset Sunset: 17:45

⠀আরও দেখুন

Scroll to Top