১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

হাকিমপুরে ‘ডাবল গরু ফুটবল টুর্নামেন্ট’

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে, খেলতে চল’ এই স্লোগান সামনে রেখে আনন্দ মুখর পরিবেশে দিনাজপুরের হাকিমপুরে শুরু হয়েছে ডাবল গরু ফুটবল টুর্নামেন্ট-২৪। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফুটবল প্রেমি পুরুষ ও নারী দর্শকদের অংশগ্রহণে।

খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেছে। ফাইনালে বিজয়ী দলকে একটি গরু ও রানার্সআপ দলকেও একটি গরু দেওয়া হবে।

শনিবার বিকালে হাকিমপুরের মনশাপুর-ইশবপুর যুব সমাজের উদ্যোগে মনশাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ডবল গরু ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় দিনাজপুর স্পোর্টিং ক্লাব ও নবাবগঞ্জের রঘুনাথপুর একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে দিনাজপুর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে রঘুনাথপুর একাদশকে পরাজিত করে জয় লাভ করে।

আগামী মঙ্গলবার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা বিরামপুর বনাম ঘোড়াঘাট অনুষ্ঠিত হবে বলে জানান তারা।

হাকিমপুরের আলিহাট ইউনিয়নের মনশাপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে ডবল গরু ফুটবল টুর্নামেন্ট-এ খেলোয়াড়দের উপস্থিত শত শত ফুটবল প্রেমিরা সমর্থন জানায়। খেলার পূর্বেই মাঠ কানাই কানাই পূর্ণ হয়ে যায় ফুটবল প্রেমি পুরুষ ও নারী দর্শকে। পরে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে এই ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম।

এসময় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, সেক্রেটারি ও আয়োজক কমিটির সভাপতি মোঃ আবদুর রাজ্জাক, ইউপি সদস্য ও আয়োজক কমিটির সেক্রেটারি মোঃ ইমরান আলী, ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন, আয়োজক কমিটির সদস্য আল-আমীন, সাজ্জাদ হোসেন, সাজু মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির আবদুর রাজ্জাক ও ইমরান আলী বলেন, মাদকের ভয়াবহতা থেকে গ্রামের যুব সমাজকে দূরে সড়িয়ে রাখতে দর্শকদের বিনোদন দিতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 15°C
scattered clouds
Humidity 48 %
Pressure 1015 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 47%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top