১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর তরুণ ও যুবকরাই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

 সেতাবগঞ্জ প্রতিনিধি : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বড় ভূমিকা রাখবে। দেশের তরুণ ও যুবকরা এসব প্রতিষ্ঠান থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তৈরি হবে। আমার প্রতি আপনাদের আস্থা ও ভালোবাসায় আমি চিরঋণী। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনারা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদের সন্তান। আপনাদের সুখ-দুঃখে আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।’

শনিবার (২৭ জানুয়ারি) সকালে সেতাবগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বোচাগঞ্জবাসীর পক্ষ থেকে পুনরায় নৌপরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের যে ইশতেহার তা বাস্তবায়ন করতে হলে স্মার্ট ও আধুনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। বেকারত্ব ঘোচাতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার যে ইশতেহার আওয়ামী লীগ নির্বাচনের আগে প্রকাশ করেছে, সেটি কেবল দলের নয় পুরো বাংলাদেশের ইশতেহারে পরিণত হয়েছে। আমি নির্বাচনি পথসভাগুলোতে বলেছিলাম, আগামীর বাংলাদেশ তরুণ ও যুবকদের। এ জন্য তোমাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
এ সময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডালিম সরকার, থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর উল্লাহ, বোচাগঞ্জ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১২, ২০২৪
temperature icon 23°C
broken clouds
Humidity 40 %
Pressure 1012 mb
Wind 6 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 56%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:16

⠀আরও দেখুন

Scroll to Top