বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে চিকিৎসা ও নিবিড় পরিচর্যা শেষে আটটি শকুন মুক্ত আকাশে ডানা মেলেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানের পরিচর্যা কেন্দ্রে এসব শকুন অবমুক্ত করা হয়।
২০১৪ সালে বন বিভাগ ও আইইউসিএনের যৌথ উদ্যোগে সিংড়া জাতীয় উদ্যানে শকুন পরিচর্যা কেন্দ্র তৈরি করা হয়। এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আসা শকুন পরিচর্যা শেষে সুস্থ করে এ কেন্দ্র থেকে ২৫৭ টি শকুন অবমুক্ত করা হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল-মামুন বলেন, সীমান্ত পেরিয়ে যেসব শকুন বাংলাদেশের বিভিন্ন স্থানে অসুস্থ হয়ে পড়ে সেগুলো উদ্ধার করে এখানে এনে রাখা হয়। চিকিৎসা শেষে সেসব শকুন অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার আটটি শকুন অবমুক্ত করা হয়েছে।
এসময় বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল-মামুন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) সিনিয়র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কাজী জেনিফার আজমিরি, সাকিব আহম্মেদ, ধর্মপুর বিট কর্মকর্তা মহসিন আলী, সিংড়া বিট কর্মকর্তা গোয়া প্রসাদ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।