সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশে নছিমন ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে মহাসড়কের হামকুড়িয়া খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট অরবিন্দু সেন বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ দিয়ে তিন চাকার যানবাহন চলাচলের আরেকটি সড়ক আছে। সেই সড়ক দিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমন ও ব্যাটারিচালিত একটি অটোভ্যান বিপরীত দিকে যাওয়ার পথে হামকুড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও একজন নারী যাত্রী নিহত হন।
সার্জেন্ট অরবিন্দু আরও বলেন, নিহতদের মধ্যে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে। বাকি মরদেহটি আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তার পরিবারের লোকজন নিয়ে যায়। আমরা এখন সেখানেই যাচ্ছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।