ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের অন্তত ১৫ ছাত্রী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যালয়ের ক্লাসের মধ্যে এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পর মুহুর্তে তাকে দেখে আরো বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর অন্য শিক্ষার্থীরাও একের পর এক অসুস্থ হতে শুরু করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জয়দেব কুমার সাহা বলেন, কিছু একটা দেখে হয়তো আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। এমন অজ্ঞাত কারণে অসুস্থতার ঘটনা অনেক সময় ঘটে, তবে এটি কোনো ধরনের অলৌকিক বিষয় নয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এ সমস্যার একটি সুন্দর ব্যাখ্যা আছে। এটির বাংলা অক্ষরিক নাম গণমনস্তাত্ত্বিক অসুস্থতা বা ‘ম্যাস হিস্টিরিয়া’। শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে, অর্থাৎ একজনকে দেখে আরেক জনের ভয় পেয়ে এরকমটি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই (কিশোর-কিশোরী) বয়সের মধ্যে এমন প্রভাব বেশি দেখা যায়। তবে অতঙ্কিত হওয়ায় কিছু নেই।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর সব কিছু জানা যাবে।