স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে কোন ষড়যন্ত্রই রুখতে পারবে না। পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা শীতার্তদের কথা ভুলে যান নাই। তাই আপনাদের কষ্টের কথা চিন্তা করে এই শীতবস্ত্র পাঠিয়েছেন। এসময় তিনি শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টায় দিনাজপুর একাডেমি মাঠে সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পাঁচশত শীতার্ত মানুষের মাঝে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে হুইপ ইকবালুর রহিম এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম ছুটু, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা দুর্গা পুজা সমন্বয় কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী তপন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সদর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।